Wellcome to National Portal
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২০

নেটওয়ার্ক

অফিস/স্থাপনার নাম

সংখ্যা

অবস্থান

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়

রাজশাহী ।

রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট

রাজশাহী ।

জার্ম প্লাজম মেইনটেন্যান্স সেন্টার

চন্দ্রঘোনা (রাংগামাটি) ও সাঁকোয়া (পঞ্চগড়)।

আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়

রাজশাহী, রংপুর, ঢাকা, যশোর ও রাংগামাটি।

জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়

ভোলাহাট, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, গোপালগঞ্জ।

রেশম বীজাগার

১০

চাঁপাই-নবাবগঞ্জ, ভোলাহাট, মীরগঞ্জ, ঈশ্বরদী, ঝিনাইদহ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কোনাবাড়ী এবং ময়নামতি।

তুঁতবাগান

ব্রাক্ষ্মনভিটা, ঠান্ডিরাম, সাদামহল, রত্মাই, সনকা, রেইচ্যা ও রুপসীপাড়া।

গ্রেনেজ

ময়মনসিংহ ও ভোলাহাট।

পি৩ পলুপালন কেন্দ্র

রাজশাহী

 রেশম সম্প্রসারণ কেন্দ্র

৪০

বিভিন্ন জেলা ও উপজেলা সদরে অবস্থিত।

রেশম সম্প্রসারণ উপকেন্দ্র

১৬৪

বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে অবস্থিত।

চাকী রিয়ারিং সেন্টার

২৭

বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে অবস্হিত।

রেশম পল্লী

২৩

বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে অবস্হিত।

মিনিফিলেচার কেন্দ্র

১২

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ), মীরগঞ্জ (রাজশাহী), দৌলতপুর (কুষ্টিয়া), বাগবাটি (সিরাজগঞ্জ), বড়বাড়ী (লালমনিরহাট), জয়পুরহাট, রানীসংকৈল (ঠাকুরগাঁও), কোনাবাড়ী (গাজীপুর), ঝিনাইদহ, চাটমোহর (পাবনা), ময়মনসিংহ  ও  লামা (বান্দরবান)।

রেশম কারখানা

 রেশম কারখানা দু’টি প্রাইভেটাইজেশন কমিশনে ন্যাস্ত ছিল। পরবর্তীতে কমিশন বোর্ডকে কারখানা দু'টি ফেরত প্রদান করে। বর্তমানে রাজশাহী রেশম কারখানার ৩৮টি লুম মেরামত করা হয়েছে। ৬টি লুম পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।