প্রশিক্ষণঃ
প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে রেশম উন্নয়ন বোর্ড কাজ করছে। ২০২০-২১ অর্থ বছরে মাঠ পর্যায়ে চাষি ও বসনী থেকে শুরু করে সকল কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজন অনুসারে ইন-হাউজ প্রশিক্ষণসহ ১৬ টি বিষয়ে সর্বমোট ১,১৩৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া এ অর্থ বছরে "আমার বাড়ি আমার খামার" প্রকল্পের চাষিসহ মাঠ পর্যায়ে পলুপালন, তুঁতচারা রোপণ, উত্তোলন ও পরিচর্যা এবং রিলিং বিষয়ে মোট ৬২৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
Share with : ![]() ![]() |