সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০১৪
কিভাবে তুঁত চাষ করবেনঃ
- স্থানীয় মাঠ কর্মী/রেশম প্রতিপাদক/টেকনিক্যাল সুপারভাইজার এর সাথে যোগাযোগ করা;
- তুঁতচারা রোপনের উপযোগী জমি নির্ধারণ;
- কোন ধরনের গাছ লাগাবে তা নির্ধারণঃ যেমন-(১) বুশ প্লান্টেশন (২) লোকট প্লান্টেশন (৩) ট্রি প্লান্টেশন।
- তুঁতচারা সরবরাহের জন্য প্রয়োজন অনুযায়ী চাহিদা উপস্থাপন;
- রোপন মৌসুমে তুঁতচারা সরবরাহ করন;
- রোপনকৃত তুঁতগাছ থেকে উৎপাদিত পাতা দিয়ে নিজস্বভাবে পলুপালন করা কিম্বা অন্য কোন বসনীর নিকট পাতা বিক্রি;
- কিভাবে পলু পালন করবেনঃ
- স্থানীয় মাঠ কর্মীর কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক ডিম সংগ্রহ করতে হবে;
- ডিম মুখানোর পরে ধাপ অনুযায়ী পলুকে পাতা খাওয়ানো এবং পরিচর্যার দিক নির্দেশনা স্থানীয় মাঠকর্মীর নিকট থেকে গ্রহন করতে হবে;
- পলু পালন চলাকালীন সময়ে পলু রোগবালাই না হওয়ার জন্য সর্তকতার সহিত পলুপালনের দিক নির্দেশনা গ্রহন;
- ২৫-২৬ দিনের মাথায় মাঠকর্মীর পরামর্শ মোতাবেক গুটি বিক্রয়ের ব্যবস্থা নিতে হবে।